মিছে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন জেনে নাও, থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সপে দাও

 *মিছে এই জীবনের রংধনুটা

মুছে যাবে একদিন জেনে নাও ।

থাকতে সময়, খোদার রাহে ।।

নিজের জীবনটা সপে দাও ।। ঐ


*এ ধরার মিছে মায়া বন্ধন

ভালোবাসা মিছে এই ক্রন্দন,

ভেঙে যাবে একদিন এই ঘর

থাকবে না চিরদিনই বাসর।।

জীবনের এই, পরিনতি ।।

সর্বদা সবখানে মেনে নাও । ঐ


*যে জীবনে এসেছে প্রভাত

সন্ধার সাথে মোলাকাত,

এ জীবনে আসবে সমাপ্তি

বন্ধ হবে যত প্রাপ্তি ।।

জীবনের মোহে পরে, সকল বিবাদ ।।

হিংসা-বিভেদ সবে ভুলে যাও । ঐ


*কত আর করবে গাড়ি-বাড়ি

পরে রবে যত সব গহনা-শাড়ি,

মুছে যাবে এ সকল অহমিকা

যেতে হবে শুধুই একা একা ।।

সব ভুলে রূজু হও, খোদার পথে ।।

মুক্তির পথ যদি পেতে চাও । ঐ

*মিছে এই জীবনের রংধনুটা  মুছে যাবে একদিন জেনে নাও ।  থাকতে সময়, খোদার রাহে ।।  নিজের জীবনটা সপে দাও ।। ঐ    *এ ধরার মিছে মায়া বন্ধন  ভালোবাসা মিছে এই ক্রন্দন,  ভেঙে যাবে একদিন এই ঘর  থাকবে না চিরদিনই বাসর।।  জীবনের এই, পরিনতি ।।  সর্বদা সবখানে মেনে নাও । ঐ    *যে জীবনে এসেছে প্রভাত  সন্ধার সাথে মোলাকাত,  এ জীবনে আসবে সমাপ্তি  বন্ধ হবে যত প্রাপ্তি ।।  জীবনের মোহে পরে, সকল বিবাদ ।।  হিংসা-বিভেদ সবে ভুলে যাও । ঐ    *কত আর করবে গাড়ি-বাড়ি  পরে রবে যত সব গহনা-শাড়ি,  মুছে যাবে এ সকল অহমিকা  যেতে হবে শুধুই একা একা ।।  সব ভুলে রূজু হও, খোদার পথে ।।  মুক্তির পথ যদি পেতে চাও । ঐ



Post a Comment

Previous Post Next Post

Contact Form