গজল: বারে বারে ভাবি একা বসে নিরালায় রে লিরিক্স

বারে বারে ভাবি একা বসে নিরালায় রে

পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে

সোনার মদিনায় রে


বুলবুলিরা কথা শোনো উড়ে যাও কোথায় রে

আমার সালাম পৌঁছে দিও নবিজীর রওজায়রে

নবিজীর রওজায় রে


বারে বারে ভাবি একা বসে নিরালায় রে

পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে

সোনার মদিনায় রে


রহম করো ওগো আল্লাহ ওহে দয়াময় রে

চায় যে নবীর শাফায়াত নবী মোস্তফায় রে

নবী মোস্তফায় রে


বারে বারে ভাবি একা বসে নিরালায় রে

পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে

সোনার মদিনায় রে


বাংলাদেশের যত উম্মত হেদায়েত চায় রে

দোয়া করো খোদার হাবিব যেনো নাজাত পায় রে

যেনো নাজাত পায় রে


বারে বারে ভাবি একা বসে নিরালায় রে

পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে

সোনার মদিনায় রে


বুলবুলিরা কথা শোনো উড়ে যাও কোথায় রে

আমার সালাম পৌঁছে দিও নবিজীর রওজায়রে

নবিজীর রওজায় রে


সমাপ্ত 


Song : Bare Bare Vabi Eka
Singer : Hujaifa Islam
Lyric & Tune : Collected
Record Label : Holy Tune Studio
Sound Design : Mahfuzul Alam
Video Director : Faruk Tahir


Post a Comment

Previous Post Next Post

Contact Form