ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে

অ মদীনার মাটিরে গজল

*️⃣*️⃣ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে


অ মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে।


*️⃣*️⃣ও মদিনারে তোর বুকে আমার নাবী যার লাগি পাগল সবি যার তরে হইলো সৃষ্টি ত্রিভুবন কাদি আমি সারাখনে কখন জাবো সেখানে কাদি আমি সারাখনে কখন জাবো সেখানে সহেনা সহেনা আ.......র পরানে।


অ মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে।


*️⃣*️⃣ও মদিনারে  পাখি যদি হতাম আমি উরে উরে যেতাম আমি থাকতোনা মনে কোন যতনা দেহেলি পাখা আমার সাথে নাই টাকা আমার দেহে নাই পাখা আমার সাথে নাই টাকা আমার কেমনে কেমনে যাবো সেইখানে।

ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে


*️⃣*️⃣অ মদীনারে....... তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জান তোরে আমি বোঝাবো কে.....মনে রজ রওজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে রওজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে বলিতাম বলিতাম মনের বাসনা।


ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে।


ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে।


                         সমাপ্ত


Post a Comment

Previous Post Next Post

Contact Form