মা তুমি চলে গেলে ছেড়ে আমায়

>মা, তুমি চলে গেলে ছেড়ে আমায়

খুঁজে ফিরি তোমায় প্রতিদিন,

স্মৃতির আঁচলে বেঁধে রেখেছি তোমায়,

এ বুকের গভীরে, হৃদয়ের কাছাকাছি।


> তোমার হাতের আদর মাখা স্পর্শ,

তোমার মায়াভরা মুখের হাসি,

আজও স্বপ্ন হয়ে আসে কাছে,

মনে হয় তুমি আছো পাশে বসে।


> মা, তুমি গেলে অন্ধকার হল,

আলো মুছে গিয়ে সঙ্গী হল শূন্যতা,

তুমি ছাড়া এই জীবন একলা,

তোমার অভাব পূরণ হয় না কখনো।


> দিনরাত ভাবি তোমার কথা,

কান্না হয়ে আসে সেই স্মৃতি,

মা, তুমি চলে গেলে, কিন্তু রয়ে গেলে,

আমার হৃদয়ে চিরদিনের মতো।

সমাপ্ত 


গজল: মা তুমি চলে গেলে ছেড়ে আমায়  > মা, তুমি চলে গেলে ছেড়ে আমায় খুঁজে ফিরি তোমায় প্রতিদিন, স্মৃতির আঁচলে বেঁধে রেখেছি তোমায়, এ বুকের গভীরে, হৃদয়ের কাছাকাছি।    > তোমার হাতের আদর মাখা স্পর্শ, তোমার মায়াভরা মুখের হাসি, আজও স্বপ্ন হয়ে আসে কাছে, মনে হয় তুমি আছো পাশে বসে।    > মা, তুমি গেলে অন্ধকার হল, আলো মুছে গিয়ে সঙ্গী হল শূন্যতা, তুমি ছাড়া এই জীবন একলা, তোমার অভাব পূরণ হয় না কখনো।    > দিনরাত ভাবি তোমার কথা, কান্না হয়ে আসে সেই স্মৃতি, মা, তুমি চলে গেলে, কিন্তু রয়ে গেলে, আমার হৃদয়ে চিরদিনের মতো।    SEO কিওয়ার্ড:  মা তুমি চলে গেলে ছেড়ে আমায়  বাংলা গজল  মা নিয়ে গজল  মায়ের জন্য বাংলা গান  বাংলা দুঃখের গজল   মেটা ডেসক্রিপশন: "মা তুমি চলে গেলে ছেড়ে আমায়" একটি হৃদয়স্পর্শী বাংলা গজল, যা মায়ের প্রতি সন্তানের গভীর ভালোবাসা ও অভাবের মর্মবেদনা তুলে ধরে। এই গজলটি বাংলাভাষী শ্রোতাদের আবেগ স্পর্শ করে এবং মায়ের স্নেহ ও ভালোবাসার স্মৃতি জাগিয়ে তোলে।




Post a Comment

Previous Post Next Post

Contact Form