রমজানের সেরা গজল ২০২৫ : রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান

রমজান এলো রমজান এলো

এলো মাহে রমজান,

রমজান এলো রমজান এলো

এলো মাহে রমজান।

রমজান এলো….. রমজান এলো…..

রমজান এলো।

রমজান এলো রমজান এলো

এলো মাহে রমজান।

আকাশ বাতাস আনন্দে আজ গাইছে খুশির গান

পাখির মত আসছে উড়ে ক্ষমার আহ্বান,

আকাশ বাতাস আনন্দে আজ গাইছে খুশির গান

পাখির মত আসছে উড়ে ক্ষমার আহ্বান।

খোদার রহম বৃষ্টি হয়ে ঝরছে অফুরান।

রমজান এলো রমজান এলো

এলো মাহে রমজান (২)


বুকের দেরাজ পূর্ণ যাদের পাপের বোঝা দিয়ে

রোজা এলো তাদের তরে ক্ষমার তোহফা নিয়ে,

বুকের দেরাজ পূর্ণ যাদের পাপের বোঝা দিয়ে

রোজা এলো তাদের তরে ক্ষমার তোহফা নিয়ে।

রোজাদারকে বুকে নিতে ডাকে নীল আসমান।

রমজান এলো রমজান এলো

এলো মাহে রমজান (২)


ইবাদাতের বইবে নদী শুকনো মরুর বুকে

হৃদয়জুড়ে প্রেমের মাহফিল জিকিরের ফুল মুখে,

ইবাদাতের বইবে নদী শুকনো মরুর বুকে

হৃদয়জুড়ে প্রেমের মাহফিল জিকিরের ফুল মুখে।

আল্লাহ্ তা’আলার প্রেমিক হতে কাঁদবে মুসলমান।

রমজান এলো রমজান এলো

এলো মাহে রমজান (৪)

সমাপ্ত

রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান, রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান। রমজান এলো….. রমজান এলো….. রমজান এলো। রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান। আকাশ বাতাস আনন্দে আজ গাইছে খুশির গান পাখির মত আসছে উড়ে ক্ষমার আহ্বান, আকাশ বাতাস আনন্দে আজ গাইছে খুশির গান পাখির মত আসছে উড়ে ক্ষমার আহ্বান। খোদার রহম বৃষ্টি হয়ে ঝরছে অফুরান। রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান (২) বুকের দেরাজ পূর্ণ যাদের পাপের বোঝা দিয়ে রোজা এলো তাদের তরে ক্ষমার তোহফা নিয়ে, বুকের দেরাজ পূর্ণ যাদের পাপের বোঝা দিয়ে রোজা এলো তাদের তরে ক্ষমার তোহফা নিয়ে। রোজাদারকে বুকে নিতে ডাকে নীল আসমান। রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান (২) ইবাদাতের বইবে নদী শুকনো মরুর বুকে হৃদয়জুড়ে প্রেমের মাহফিল জিকিরের ফুল মুখে, ইবাদাতের বইবে নদী শুকনো মরুর বুকে হৃদয়জুড়ে প্রেমের মাহফিল জিকিরের ফুল মুখে। আল্লাহ্ তা’আলার প্রেমিক হতে কাঁদবে মুসলমান। রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান (৪)
গজলঃ রমজান এলো
শিল্পীঃ আবদুল্লাহ মিনহাজ, সাদিক হাসান, আবু বকর, ওমর ও অন্যান্য
কথাঃ সায়েদ ওসমান
সুরঃ মুহাম্মদ বদরুজ্জামান


Post a Comment

Previous Post Next Post

Contact Form